Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেনচার্টার

সিটিজেন চার্টার

উপজেলা- শাজাহানপুর, জেলা- বগুড়া

ক্রক্রমিক নং

সেবার নাম

সেবা প্রদান পদ্ধতি

প্রয়োজনীয় কাগজ পত্র ও প্রাপ্তিস্থান

সেবা মূল্য এবং পরিশোধ পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

সেবা প্রদানকারী কর্মকর্তা

001

ভিজিডি কর্মসূচীঃ (আর্থ সামাজিক উন্নয়ন ও সামাজিক সুরক্ষা

ভিজিডি কর্মসুচীর আওতায় দরিদ্র সীমার নিচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান করা হয়।

-

সম্পূর্ন বিনামুল্যে। ইউপি চেয়ারম্যানের নামে সরকারী ডিও লেটার করা হয়। ইউ,পি চেয়ারম্যান সরকারী খাদ্য গুদাম হতে খাদ্য উত্তোলন করে ইউনিয়ন পরিষদে একজন সরকারী তদারকী কর্মকর্তার মাধ্যমে উপকারভোগীদের মধ্যে সুষ্ঠভাবে বিতরণ করেন।

02 বছর

উপজেলা মহিলা বিষয়ক অফিসার, শাজাহানপুর, বগুড়া

ফোণ- 051-82100

002

দরিদ্র মার জান্য মাতৃত্বকাল বাতা প্রদান কর্মসূচীঃ

দরিদ্র মার জন্য মাতৃততত্বকারীন ভাতা কর্মসূচির অধিনে গ্রামের দরিদ্র গর্ভবতী মাযেদের মাসিক ৮০০/- টাকা হারে  মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়। এ ছাড়া মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

-

ইউ,পি চেয়ারম্যানের নামে সরকারী ডিও লেটার করা হয়। ইউ,পি চেয়ারম্যান সাহেব ইউ,পি কমিটির মাধ্যমে উপকারভোগী নিয়োগ করে উপজেলা কমিটিতে প্রেরণ করেন। উপজেলা কমিটি যাচাই বাছাই করে অনুমোদন করার পর উপকারভোগী নিজের নামে ব্যাংক একাউন্ট করে উক্ত একাউন্টের মাধ্যমে টাকা উত্তোলন করেন।

0৩ বছর

 

০০৩

ক্ষুদ্র ঋণ কর্মসূচীঃ

 ক্ষুদ্র ঋন কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় নারীদের আত্নকর্মসংস্থানের জন্য ক্ষুদৃ ঋন প্রদান করা হয়। এ কার্যক্রমের মতাধ্যমে বিভিন্ন কর্মসূচির আওতায় ৫,০০০/- টাকা থেকে ১৫০০০/- টাকা পর্যন্ত সহজ শর্তে ৫% সার্ভিজ চার্জে ঋণ প্রদান করা হয়।

-

ক্ষুদ্র ঋন কার্যক্রমের আওতায় দুঃস্থ অসহায় নারীদের আত্ন কর্মসংস্থানের জন্য ক্ষুদ্র ঋণ প্রদানের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রদান করা হয়। প্রেক্ষিতে আবেদন ঋণ গ্রহনের ইচ্ছুক ব্যক্তিগন আবেদন করেন। উক্ত আবেদন উপজেলা কমিটি কর্তৃক যাচাই বাছাই করে বিভিন্ন বিভিন্ন কর্মসূচির আওতায় ৫,০০০/- টাকা থেকে ১৫০০০/- টাকা পর্যন্ত সহজ শর্তে ৫% সার্ভিজ চার্জে ঋণ প্রদান করা হয়।

০১ বছর

 

  ০৪

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ ও বাল্য বিবাহ প্রতিরোধ

মহিলা ও শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে ঋপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন, বাল্য বিবাহ র্মলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োহজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হয়্

-

আবেদন বা অভিযোগ দাখিলের প্রেক্ষিতে তাৎক্ষনিক সেবা প্রদান করা হয়।

৬০ দিন

 

 ০৫

পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন ২০১০ এর প্রয়োগ।

উপজেলা মহিলা বিষয়ক অফিসার এই আইনের প্রযোগকারী কর্মকর্তা হিসেবে কাজ করেন। পারিবারিক সহিংসতার শিকার নারী ও শিশুকে এই আইনের আওতায় সুরক্ষার ব্যবস্থা করা হয়্

 

আবেদন বা অভিযোগ দাখিলের প্রেক্ষিতে তাৎক্ষনিক সেবা প্রদান করা হয়।

৬০ দিন

 

 ০৬

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

মহিলাদের আত্ন-কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অদিদপ্তরের নিবন্ধিত মহিলা সংগঠন সমূহ বৎসরে একবার বিভিন্ন পরিমান এককালীন অনুদান পেয়ে থাকেন।

-

মহিলাদের আত্ন-কর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বৎসরে একবার মহিলা বিষয়ক অধিদপ্তরের নিবন্ধিত সক্রিয় মহিলা সংগঠনসমূহ বৎসরে একবার অনুদানের জন্য আবেদন করলে জাতীয় মহিলা সংস্থা কর্তৃক মঞ্জুরীকৃত অনুদানের চেক জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় হতে বিতরন করেন।

বৎসরে ০১ বার

 

 ০৭

সচেতনতা বৃদ্ধি ও জেন্ডার সমতামূলক কার্যক্রম

নারী উন্নয়ন ও জেন্ডার সমতা আনয়নের বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহন যেমন যৌতুক, বাল্য বিবাহ, বিবাহ নিবন্ধন, নারী নির্যাতন প্রতিরোধসহ নার অধিকার রক্ষায় সিডো সফল বাস্তবায়নসহ বিভিন্ন দিবস পালন করা হয়।

-

সমস্ত বৎসর ব্যাপী বিভিন্ন দিবস অনুযায়ী

০১ দিন